ঢাকা,  রোববার  ০২ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:২০, ২ ফেব্রুয়ারি ২০২৫

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

ছবি সংগৃহীত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। 

রবিবার (২ জানুয়ারি) সকাল ৯টা ১২ মিনিটে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ।

মোনাজাতে বিশ্বে মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করা হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে তুরাগ পাড়ে জড়ো হন মুসল্লিরা। বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন। কুয়াশা এবং শীতকে উপেক্ষা করে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। তারা মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও নিজের কল্যাণ কামনা করে দোয়া করেন।

আখেরি মোনাজাতকে কেন্দ্র করে শনিবার রাত ১২টা থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এবারের ইজতেমা তিন ধাপে করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইজতেমার আয়োজক কমিটি। তিন পর্বে ইজতেমা আয়োজন করায় অতীতের চেয়ে ভোগান্তি কমেছে মুসুল্লিদের। আগামীকাল থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ইজতেমার কার্যক্রম।

এদিকে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা করার কথা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন