ঢাকা,  রোববার  ০২ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ধর্মঘট প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ২৯ জানুয়ারি ২০২৫

ধর্মঘট প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়

ছবি সংগৃহীত

রেলওয়ে উপদেষ্টার দাবি পূরণের আশ্বাসে মঙ্গলবার দিবাগত রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা।

দাবি পূরণের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

মজিবুর রহমান বলেন, "উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন, আগামীকাল (বুধবার) আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা জনদুর্ভোগ চাই না। আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা এখন থেকে ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি।"

তিনি আরও বলেন, "উপদেষ্টা আমাদের বলেছেন, আমরা আগে যা পেয়ে আসছিলাম, তা পাব।"

বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, ন্যাশনালিস্ট ওয়ার্কার্স পার্টির নেতা শিমুল বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল থেকে দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। পাশাপাশি রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলো।

সকাল ৭টায় সময় নির্ধারিত থাকলেও প্রায় এক ঘণ্টা দেড়িতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। অন্যদিকে আড়াই ঘণ্টা পর যাত্রা করে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস।

তবে স্টেশনে এসে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। তাদের অভিযোগ- একদিকে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে না, অন্যদিকে কখন ছেড়ে যাবে সে বিষয়েও কোনো তথ্য জানার সুযোগ নেই। ধর্মঘটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়া যাত্রীদের ভাষ্য, ট্রেন চলাচল বন্ধ থাকায় স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। এ জন্য ট্রেনের মতো গণপরিবহন চলাচল বন্ধ হওয়ার আগেই সংশ্লিষ্টদের সমস্যা সমাধানে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তারা।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ইঞ্জিনজনিত কারণে দু’একটি ছাড়া সব ট্রেনই ছেড়ে যাচ্ছে। কোথাও কোনো গোলযোগের খবর নেই। তবে শিডিউল বিপর্যয়ের কারণে সকাল থেকে এ পর্যন্ত সাতটি ট্রেন ছেড়ে গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন