ফাইল ছবি
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি জানান, আজ সোমবার রাতে চার দিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা। সফর দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। আগামী ২০-২৪ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে তার। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৪ জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে ড. ইউনূসের। ব্রিফিং আরও উপস্থিত ছিলেন সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি, নাইম আলী।
এদিকে সুইজারল্যান্ড থেকে ফিরে এসে যে কোনো দিন গুমের ঘটনায় আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শনে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বিকেলে প্রধান উপদেষ্টার আবাসিক দপ্তর ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম-সংক্রান্ত তদন্ত কমিশন তার সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পেয়েছে তা পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্তবোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানানো হয়।
প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, ‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে, তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।’
উল্লেখ্য, গত মাসে গুমের ঘটনায় গঠিত এ কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে। ওই প্রতিবেদনে মর্মস্পর্শী কয়েক শত ঘটনার উল্লেখ রয়েছে যার নির্বাচিত কিছু অংশ গণমাধ্যমে সরবরাহ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ তদন্ত কমিশনের কাজ অব্যাহত রয়েছে।