ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

আগরতলায় অনির্দিষ্টকালের জন্য ভিসা সেবা স্থগিত করেছে বাংলাদেশ

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:৪৬, ১১ জানুয়ারি ২০২৫

আগরতলায় অনির্দিষ্টকালের জন্য ভিসা সেবা স্থগিত করেছে বাংলাদেশ

ছবি সংগৃহীত

ভারতের আগরতলায় ভিসা ইস্যু সেবা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল তিনটা থেকে এই সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য কার্যকর করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

একটি সূত্র জানায়, সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশন এবং ২৮ নভেম্বর কলকাতা মিশনে হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরইমধ্যে মঙ্গলবার বিকাল ৪টায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদপত্র দেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন