ঢাকা,  বৃহস্পতিবার  ১৪ নভেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বঙ্গভবন থেকে সরানো হলো শেখ মুজিবুর রহমানের ছবি

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ১১ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:৪০, ১১ নভেম্বর ২০২৪

বঙ্গভবন থেকে সরানো হলো শেখ মুজিবুর রহমানের ছবি

ছবি সংগৃহীত

বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম।

আজ (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মাহফুজ জানান, 'এটা আমাদের জন্য লজ্জার যে, আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। কিন্তু, জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না।'

তিনি আরও লিখেছেন, ৭২’ এর অগণতান্ত্রিক সংবিধান থেকে দুর্ভিক্ষ, শত শত কোটি টাকা পাচার, ভিন্নমতাবলম্বী এবং বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (৭২-৭৫, ২০০৯-২০২৪), শেখ মুজিব এবং তার মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে আওয়ামী লীগকে অবশ্যই তা স্বীকার করতে হবে এবং এর জন্য ক্ষমা চাইতে হবে। তারপর আমরা একাত্তর পূর্ববর্তী শেখ মুজিবকে নিয়ে আলোচনা করতে পারি।

'ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং ফ্যাসিস্টদের বিচার না করা পর্যন্ত, কোনো ধরনের সমঝোতা হবে না,' ফেসবুক পোস্টে লেখেন মাহফুজ।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন