ছবি সংগৃহীত
র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘গুম-খুনের সঙ্গে কোনোভাবেই জড়াবে না র্যাব। এ ছাড়া র্যাবে আয়নাঘর বলেও কিছু নেই।’ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) সদর দপ্তরে আজ সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ কে এম শহিদুর রহমান বলেন, ‘বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে র্যাব জড়াবে না। কাউকে একস্থান থেকে ধরে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না। র্যাব আইনের মধ্যে থেকে কাজ করবে। গুম-খুন ফৌজদারি অপরাধ। বাহিনীর কোনো সদস্য এতে জড়ালে বরদাস্ত করা হবে। এমন অপরাধে জড়ানোর কোনো সুযোগ নেই।’
বৈষম্যবিরোধী আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের তথ্য সংগ্রহের বিষয়ে র্যাব মহাপরিচালক বলেন, ‘জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইতোমধ্যে র্যাবের সঙ্গে যোগাযোগ করেছে, কার্যালয় পরিদর্শন করেছে। তাদের যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। চাহিদা মতো আরও তথ্য দেওয়া হবে।’
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘দুর্গাপূজা নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব। এ ছাড়া, জামিনে যেসব জঙ্গিরা বের হয়েছে তাদের মনিটরিং করা হচ্ছে। কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে।’
মতবিনিময় সভায় ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তানরা উপস্থিত ছিলেন।