ঢাকা,  শুক্রবার  ১৮ অক্টোবর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

নির্ভয়ে পূজা মণ্ডপে যেতে বললেন সেনাপ্রধান

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২২:৩৫, ৫ অক্টোবর ২০২৪

নির্ভয়ে পূজা মণ্ডপে যেতে বললেন সেনাপ্রধান

ছবি সংগৃহীত

আসছে ৯ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজায় সারাদেশে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে জানিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যেতে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় সেনাপ্রধান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। সারাদেশে সেনাবাহিনী মোতায়েন থেকে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে। 

সেনাপ্রধানের আশা, হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন।

এ সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাপতিসহ সনাতন ধর্মাবলম্বীদের নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন